সিলেট মিরর ডেস্ক
মে ২৩, ২০২০
০৮:৩০ অপরাহ্ন
আপডেট : মে ২৩, ২০২০
০৮:৩০ অপরাহ্ন
‘ভালো থাকুন প্রিয়জন’ এই স্লোগানকে সামনে নিয়ে বন্ধন যুব ভলান্টিয়ার সংস্থার পক্ষ থেকে Eid gift for helpless families প্রকল্পের আওতায় ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে কলাপাড়ায় বন্ধন যুব ভলান্টিয়ার সংস্থার সভাপতি মো. কামরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এর সঞ্চালনায় ৫০ টি অসহায় পরিবারের মধ্যে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এ প্রকল্প সংগঠনের সদস্য, উপদেষ্টা, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রবিন, সাংগঠনিক সম্পাদক বিজয় আহমদ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন আহমদ রনি, সিনিয়র সদস্য জাবেদ আহমদ, সদস্য রাসেদ আহমদ, সাব্বির আলী, আকাশ আহমদ, তারেক আহমদ প্রমুখ।
এসময় বক্তারা সবার নিজ নিজ অবস্থান থেকে আশপাশের অসহায় পরিবারের জন্য হযোগিতার হাত বাড়িয়ে দিতে আহবান জানান।
বিএ-২৩