নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২০
০৮:৩৪ পূর্বাহ্ন
আপডেট : মে ২৪, ২০২০
০৯:৩৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে আজ শনিবার (২৩ এপ্রিল) করোনাভাইরাসে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে জুড়ী উপজেলায় একজন নারী, শ্রীমঙ্গলে ৩ পুরুষ ও ১ নারী এবং বড়লেখায় একজন পুরুষ (ব্যাংক কর্মকর্তা) রয়েছেন । আক্রান্তদের সবার চিকিৎসা নিশ্চিত করা হবে।
শনিবার ঢাকার পিসিআর ল্যাব থেকে নতুন ৬ জন ও পুরাতন ১ জনসহ সর্বমোট ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৯ জনে।
এনএইচ/বিএ-২৩