নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২০
০৯:৩২ অপরাহ্ন
আপডেট : মে ২৩, ২০২০
০৯:৩২ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার পক্ষ থেকে ২০০ নৈশ প্রহরীর মধ্যে ঈমসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। এসএমপি’র পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএমের অনুপ্রেরণায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাইনুল আফসার ও অফিসার ইনচার্জ কাইয়ুম চৌধুরীর উদ্যোগে সিলেট শহরের ২০০ জন নৈশ প্রহরীর মধ্যে এ ঈদসামগ্রী বিতরণ করে শাহপরান থানা পুলিশ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, চিনি, সেমাই, ময়দা, পিয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নৈশ প্রহরী এবং আবাসিক এলাকায় পাহারারত নৈশ প্রহরীদের আয়রোজগার নাই বললেই চলে। এ সমস্ত নৈশ প্রহরীগন তাদের দুর্দশার কথা ওসি এবং এসি শাহপরান (রহঃ) থানাকে জানালে থানার ফোর্স অফিসারদের উদ্যোগে তাদেরকে এ সমস্ত মানবিক সাহায্য প্রদান করা হয় বলে জানানো হয়।
এসময় আরও জানানো হয়, করোনার এই সময়ে সবচেয়ে বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো যারা দিন আনে দিন খায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পক্ষ হতে এই ধরনের মানবিক সাহায্য অব্যাহত থাকবে। তাছাড়া নৈশ প্রহরীদের মধ্যে খাদ্য বিতরণের পাশাপাশি তাদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়। সাধারণত নৈশ প্রহরীগণ তাদের রাতের ঘুম হারাম করে বিভিন্ন প্রতিষ্ঠানে পাহারা দেয়। চুরি-ডাকাতির রোধ করে। জান-মালের নিরাপত্তা বিধানে এ সহায়তা করে। এই দুর্যোগের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকতে পেরে আনন্দিত। সকলের জন্য ঈদ আনন্দময় হোক। সিলেট মেট্রোপলিটন পুলিশ সবসময় নগরবাসীর সঙ্গে আছে।
এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও করোনা সর্তকতা মেনে চলার আহবান জানান কর্মকর্তারা।
বিএ-২৪