সিসিক মেয়রের ব্যক্তিগত সহকারী করোনা আক্রান্ত

সিলেট মিরর ডেস্ক


মে ২৩, ২০২০
০৯:৫৪ অপরাহ্ন


আপডেট : মে ২৩, ২০২০
১০:২২ অপরাহ্ন



সিসিক মেয়রের ব্যক্তিগত সহকারী করোনা আক্রান্ত

করোনাভাইরাস এবার সিলেটের নগর ভবনে হানা দিয়েছে। আক্রান্ত ব্যক্তি সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন। শনিবার (২৩ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা শনাক্ত হয়। 

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সিসিকের ১০ জনের করোনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাকে বাসায় আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে।

আরসি-০২/