জকিগঞ্জে আরও ৩ জনের করোনা শনাক্ত

সিলেট মিরর ডেস্ক


মে ২৪, ২০২০
১০:১৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
১০:১৯ পূর্বাহ্ন



জকিগঞ্জে আরও ৩ জনের করোনা শনাক্ত
জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৩ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন- জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মী আক্রান্ত হওয়া জাহাঙ্গীর আলমের স্ত্রী সোনিয়া আক্তার (২১), আলমনগর এলাকায় বসবাসরত বিকন ফার্মসের প্রতিনিধি সুমন আলী (২৮) ও তার স্ত্রী আখি বেগম (২৫)।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, নতুন যারা শনাক্ত হয়েছে, তাদের বাসা লকডাউন করা হয়েছে। তিনি সবাইকে সচেতন থাকতে অনুরোধ করেছেন।

 

ওএফ/আরআর-১৫