গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ২৪, ২০২০
১২:২০ পূর্বাহ্ন
আপডেট : মে ২৪, ২০২০
১২:২০ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার (২৩ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, গোলাপগগঞ্জ মডেল থানার এক পুলিশ সদস্য আক্রান্ত হওয়ায় সংস্পর্শে থাকা আরও ৩ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী জানান, করোনা আক্রান্ত এই ৫ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। ইতোমধ্যে আক্রান্তদের বাড়ি লকডাউনের মধ্যে রয়েছে এবং পুলিশ সদস্যের বাসার সবার নমুনা সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভার টিকরবাড়ি গ্রামের আক্রান্ত দুই জনের মধ্যে একজন পুরুষ (৩০) ও একজন মহিলা (৫০) এই এলাকার প্রথম শনাক্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন। আক্রান্ত অপর দুইজন গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত একজন পুলিশ সদস্য (২৩) ও তার মা (৪৩)। অন্যজন (২১) বাদেপাশা ইউপির আছিরগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি মারা যাওয়া পল্লী চিকিৎসকের সংস্পর্সে এসে আক্রান্ত হয়েছেন।
এদিকে এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ জন ও মারা গেছেন একজন।
এফএম/বিএ-০৮