নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২০
১০:৩৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২৪, ২০২০
০৩:০১ অপরাহ্ন
সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ রবিবার (২৪ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৬৩৭ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২৯৪ জনকে। এছাড়া সুনামগঞ্জে ৯৫ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজারে ৮৯ জনকে শনাক্ত করা হয়েছে।
গতকাল শনিবার সকাল পর্যন্ত ১৬২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৭৩ জন ও মৌলভীবাজারে ৯ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে দুইজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, গতকাল শনিবার সিলেট বিভাগে ৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ১৮৪ জন করোনা আক্রান্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এনসি/এনপি-১০