হাসানের জীবন বাঁচাতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

শাবি প্রতিনিধি


মে ২৪, ২০২০
১১:২৩ পূর্বাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
০৩:০৩ অপরাহ্ন



হাসানের জীবন বাঁচাতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান কিডনির রোগে আক্রান্ত। তার জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি' (এসইউডিএস)। এরই প্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

আজ রবিবার (২৪ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সংগঠনের সভাপতি মাসফিক আহসান হৃদয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাসানের দুটি কিডনি ৯০ শতাংশের বেশি অকেজো হয়ে পড়েছে। অতি শীঘ্রই তার কিডনি ট্রান্সপ্লান্ট জরুরি। তাকে সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হচ্ছে। তার পরিবার গত দুই মাস ধরেই খরচ বহন করে যাচ্ছে। যা ট্রান্সপ্লান্টের পূর্ব পর্যন্ত চালিয়ে যেতে হবে।

করোনা পরিস্থিতিতে ট্রান্সপ্ল্যান্ট বিলম্ব হচ্ছে বিধায় খরচের অংকও বাড়ছে। এই ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট বাবদ ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা প্রয়োজন। ইতোমধ্যে হাসানের সহপাঠী, সিনিয়র, জুনিয়রসহ সমাজের সকল স্তরের মানুষ সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হাসানের জীবন বাঁচাতে ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এসইউডিএস একটি আন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি (BP) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত ও অস্ট্রেলিয়ার মোট ৪০টি বিতর্ক সংগঠন অংশগ্রহণ করবে। বিতর্কটি অনলাইন অ্যাপ "ডিসকর্ড" এ আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি’র সমস্ত অর্থ হাসানের চিকিৎসায় ব্যয় হবে ।ি

এনএইচ/এনপি-১৩