সিলেটে নজরুল পরিষদের অনুষ্ঠান বাতিল

সিলেট মিরর ডেস্ক


মে ২৫, ২০২০
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২০
০৩:০২ পূর্বাহ্ন



সিলেটে নজরুল পরিষদের অনুষ্ঠান বাতিল

আগামীকাল ১১ জৈষ্ঠ্য (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১ তম জন্মজয়ন্তী। প্রতিবছর এই দিনে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করে সিলেট নজরুল পরিষদ। কিন্তু চলমান করোনা পরিস্থিতির কারণে এবার নজরুল জয়ন্তীর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। 

এক বিবৃতিতে সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু ও সদস্য সচিব নীলাঞ্জন দাস টুকু বলেন, ‘প্রতিবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমরা নানা আয়োজন করে থাকি। কিন্তু এবার করোনা মহামারির কারণে আমরা অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

এনপি-১৮