সিলেটে মসজিদে জীবাণুনাশক ছিটানো ও সামাজিক দূরত্ব নিশ্চিতে তৎপর সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক


মে ২৪, ২০২০
০৩:২৬ অপরাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
০৩:২৬ অপরাহ্ন



সিলেটে মসজিদে জীবাণুনাশক ছিটানো ও সামাজিক দূরত্ব নিশ্চিতে তৎপর সেনাবাহিনী

করোনা ভাইরাস রোধে ঈদ জামাতের পূর্বে সিলেটের বিভিন্ন মসজিদে জীবাণুনাশক ছিটিয়েছে  বাংলাদেশ সেনাবাহিনী। 

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পৃষ্টপোষকতায় ৫২ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় সিলেটের দায়িত্ব প্রাপ্ত সেনা ইউনিট ৩৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কর্তৃক জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে তৎপর রয়েছে সেনাবাহিনী।

রবিবার  (২৪ মে) সকালে জেলার বিভিন্ন মসজিদে কয়েকটি বিষয়ে সেনা সদস্যরা মসজিদ কমিটিকে পরামর্শ দেন এবং অনুরোধ করেন । 

এর মধ্যে রয়েছে:

১।  করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদের ওযুর স্থানে বা প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।

২।  প্রত্যেককে বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৩।  জামায়াতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। 

৪।  নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে। 

৫। শিশু, বয়োবৃদ্ধ, যেকোনো অসুস্থ্য ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না।

৬।  জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সিলেট  সেনানিবাসের ৩৪ বীর (রিয়ার) এর অধিনায়ক মেজর মো. কামরুল হাসান বলেন, মুলত কিভাবে জীবাণুনাশক প্রস্তুত করতে হবে এবং কিভাবে এর মাধ্যমে মসজিদ জীবাণুমুক্ত রাখা যেতে পারে তা হতে কলমে দেখানো এবং আগামীকাল ঈদকে সামনে রেখে মসজিদ গুলো জীবাণুমুক্ত করা অতীব জরুরী তাই সাধারন মানুষের জন্য এই উদ্যোগ।  বাংলাদেশ সেনাবাহিনী অতিতেও বিভিন্ন দুর্যোগের মতো এবারও সেনাবাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকেই সিলেটের সাধারণ মানুষের পাশে আছে।করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত সিলেটবাসীর পাশে থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সিলেট জেলায় ‘অপারেশন কোভিড শিল্ড' এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে বিভিন্ন ধাপে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করছে।

এনসি/বিএ-১৩