হাওরে উজাইর মাছ ধরতে ব্যস্ত সৌখিন শিকারীরা

সুনামগঞ্জ প্রতিনিধি


মে ২৪, ২০২০
০৮:৫৮ অপরাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
০৮:৫৮ অপরাহ্ন



হাওরে উজাইর মাছ ধরতে ব্যস্ত সৌখিন শিকারীরা

উজাই মানে উজান। বৈশাখ-জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে হঠাৎ বৃষ্টি বা উজানের ঢলের তোড়ে ভেসে আসা গহীন পানির মাছ উজান খোঁজে। তখন আরেকদল আনন্দিত মানুষ মনের আনন্দে উৎসব করে দেশীয় যন্ত্র দিয়ে উজাইর মাছ ধরেন। উজাইর মাছ ধরেননি- হাওরের এমন স্মৃতিকাতর মানুষ খুঁজে পাওয়া মুশকিল। হাওরাঞ্চলে সৌখিন মানুষের এই প্রক্রিয়ায় বিশেষ সময়ে এই মাছ ধরাকে উজাই বলে। এখন হঠাৎ পানি পেয়ে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ উৎসবমুখর পরিবেশে উজাইর মাছ ধরছেন। এতে মাছ ধরা উপলক্ষ হলেও বন্ধু-বান্ধব ও স্বজন নিয়ে আনন্দ উপভোগই করছেন বেশি।

স্থানীয়রা জানান, বৈশাখ-জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে যখন হাওরাঞ্চলে হঠাৎ পানি আসে, তখন ‘উজাই’ মাছ মারেন হাওরের মানুষ। শখে অনেকেই পলো, উড়াল জালসহ পরিবেশসম্মত যন্ত্র নিয়ে মাছ ধরতে নামেন নদী ও খালের কিনারে। মনের আনন্দে মাছ ধরা উপভোগ করেন তারা। ধনী-গরিব সবাইকে এসব যন্ত্র নিয়ে মাছ ধরতে দেখা যায়। বহমান খাল ও নদীতে ভেসে আসা মাছ উজান খোঁজে তীরে গিয়ে নাচানাচি করে।

হাওরাঞ্চলে হঠাৎ পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় শুকনো খাল-বিল ও হাওর-নদীতে এখন পানি ঢুকছে। সুরমা নদীসহ বিভিন্ন নদী-হাওর থেকে মাছ রাতে ভেসে আসছে খালে-নদীতে। অপরিচিত স্থানে ভেসে আসা মাছ তীর খুঁজতে থাকে, উজানে উঠে খেলতে চায়। আর এই তীরেই পলো, উড়াল জাল নিয়ে বসে থাকেন সৌখিন কিছু মানুষ। মাছের ঘাই দেখলেই তারা পলো দিয়ে ঝাঁপ এবং উড়াল জাল ছুড়ে মারেন। তাতে ঘনিয়া, রুই, বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়ে। মাছ ধরা পড়লে হল্লা করে আনন্দে লাফিয়ে উঠেন শিকারীরা।

গতকাল শনিবার ও আজ রবিবার (২৪ মে) দিনভর সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হিজলবাড়ির পেছনের নাইন্দা নদীতে পলো ও উড়াল জাল নিয়ে উজাইর মাছ ধরতে দেখা গেছে। প্রায় শতাধিক সৌখিন উজাই শিকারী পলো, উড়াল জাল ও ঠেলা জাল নিয়ে মাছ ধরেছেন। তাদের পলো ও উড়াল জালে ঘনিয়া, রুই, বোয়াল, লাছোসহ বিভিন্ন মাছ ধরা পড়েছে।

দেখা গেছে, যারা খুবই পরিপাটি জীবনযাপন করেন, কাদা মাটিতে পা রাখেন না- এমন উজাইয়ের দিনে তারাও শখে মাছ ধরতে নয়া পানিতে নামেন। বন্ধু-বান্ধব নিয়ে মাছ ধরতে নেমে তারা আনন্দ উপভোগ করেন। চিরায়ত কাল থেকেই হাওরের মানুষ এই উজাইয়ের মাছ ধরে আসছেন বলে প্রবীণরা জানিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী (রাজনৈতিক) হাসনাত হোসাইন বলেন, উজাই মারা হাওরাঞ্চলের ঐতিহ্য। সৌখিন মানুষই এই উজাই মাছ মারার সঙ্গে যুক্ত। আমাদের নাইন্দা নদীতে গত দুইদিন ধরে হঠাৎ পানির সঙ্গে ভেসে আসা নানা ধরণের উজাইর মাছ ধরছেন সৌখিন মানুষ। মাছ ধরার চেয়ে আনন্দই উদযাপন করছেন তারা।

সুনামগঞ্জের কবি ও গবেষক ইকবাল কাগজী বলেন, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসেই উজাই মাছ ধরেন সৌখিন মানুষ। বৃষ্টি বা ঢলের পানি পেয়ে স্রোতে ভেসে আসে মাছ। ভেসে আসা মাছ আনন্দে তীর খোঁজে উজানে উঠতে চায়। ঘাপটি মেরে বসে থাকা সৌখিন শিকারীরা সুযোগ বুঝে পলো বা জাল দিয়ে মাছ ধরেন। এতে তারা খুবই আনন্দ পান। চিরায়তকাল থেকে হাওরাঞ্চলে এটা চলে আসছে। তবে আগের চেয়ে এটা এখন কম দেখতে পাওয়া যায়।

 

এসএস/আরআর-০৫