জকিগঞ্জে আল আমিন ইসলামিক ট্রাস্টের ঈদসামগ্রী বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি


মে ২৪, ২০২০
০৯:০৬ অপরাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
০৯:০৮ অপরাহ্ন



জকিগঞ্জে আল আমিন ইসলামিক ট্রাস্টের ঈদসামগ্রী বিতরণ

সিলেটের জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের হানিগ্রামে অসহায় আড়াই শতাধিক লোকজনের মধ্যে ঈদ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে আল আমিন ইসলামিক ট্রাস্ট ইউকে।

শনিবার (২৩ মে) বেলা ২টার দিকে আল আমিন ইসলামিক ট্রাস্ট ইউকে'র সভাপতি মাওলানা আব্দুর রবের বাড়িতে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব বিতরণ করা হয়।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের, সাংবাদিক এনামুল হক মুন্না, সমরুল ইসলাম, বদরুল ইসলাম, রায়হান আহমদ প্রমুখ।

আয়োজক সমরুল ইসলাম বলেন, আল আমিন ইসলামিক ট্রাস্ট ইউকে'র উদ্যোগে এলাকার ২৫০ পরিবারের মাঝে ঈদ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগেও এ ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি থাকাকালে আরও সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

ওএফ/আরআর-০৬