নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২০
০৯:১৪ পূর্বাহ্ন
আপডেট : মে ২৫, ২০২০
০৯:১৯ পূর্বাহ্ন
সিলেট জেলায় চিকিৎসক ও পুলিশ সদস্যসহ ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আজ রবিবার (২৪ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
রবিবার রাত ১১ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ রবিবার ১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে একজন চিকিৎসক ও একজন পুলিশ সদস্যও রয়েছেন।
তিনি বলেন, যে ২৫ জনের করোনা পজেটিভ এসেছে তাদের মধ্যে কয়েকজনের আগেই করোনা শনাক্ত হয়েছিল।
এনসি/বিএ-২৫