অসহায়দের উপহার দিল শাবির 'কিন'

শাবি প্রতিনিধি


মে ২৪, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন



অসহায়দের উপহার দিল শাবির 'কিন'

চলমান করোনাভাইরাসের প্রকোপে নানামুখী সংকটে সময় যাচ্ছে দেশের মানুষের। এমন পরিস্থিতিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন'। 

আজ রবিবার (২৪ মে) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সঙ্কটকালীন সময়ে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সংগঠনটি দ্বিতীয় দফায় 'KIN ACTION AGAINST HUNGER 2.0' এ আয়োজন করেছে। সিলেট এবং সিলেট ছাড়াও বিভিন্ন অঞ্চলে প্রতিদিন অন্তত দু'টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদানের পরিকল্পনা নিয়ে কিন এর এবারের আয়োজন।

এরই ধারাবাহিকতায় শাবিপ্রবি ক্যাম্পাসের ১২ জন রিকশা ও অটোচালক, শাহপরান হলের ৫ জন গার্ড ও কর্মচারী, যোগীপাড়া এলাকায় টং দোকানের ৩ জন মালিক, বড়গুল এলাকায় ১১টি পরিবারসহ মোট ৩১টি সুবিধাবঞ্চিত পরিবার এবং শ্রীমঙ্গলের মোট ৩২টি সুবিধাবঞ্চিত পরিবারসহ মোট ৬৩টি পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিটি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে দুই প্যাকেট লাচ্ছা সেমাই, হাফ কেজি চিনি, লিকুইড দুধ, নুডুলসসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উপহার দেওয়া হয়।

 

এনএইচ/আরআর-০৮