দুস্থ পরিবারকে শাবির ট্যুরিস্ট ক্লাবের ঈদ উপহার

শাবি প্রতিনিধি


মে ২৪, ২০২০
০৯:৪২ অপরাহ্ন


আপডেট : মে ২৪, ২০২০
০৯:৪২ অপরাহ্ন



দুস্থ পরিবারকে শাবির ট্যুরিস্ট ক্লাবের ঈদ উপহার

৪৫টি নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট।

আজ রবিবার (২৪ মে) সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্যুরিস্ট ক্লাব সাস্ট’র চ্যারিটি উইংয়ের অধীনে 'মানুষের জন্য, মানুষের পাশে' শিরোনামে একটি উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যার ফলশ্রুতিতে শনিবার (২৩ মে) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ৪৫টি পরিবারের মধ্যে ঈদ উপহারসামগ্রী পৌছে দেওয়া হয়েছে। এই ইদ উপহারে ছিল ৪ কেজি চাল, আধা কেজি ডাল, দেড় কেজি আলু ও এক প্যাকেট সেমাই।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগে ট্যুরিস্ট ক্লাব সাস্ট পরিবারের অনেক সাবেক এবং বর্তমান সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেছেন। এছাড়াও ট্যুরিস্ট ক্লাব সাস্ট পরিবারের বাইরেরও যারা সহায়তা এবং উৎসাহ প্রদান করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

 

এনএইচ/আরআর-০৯