শামসুদ্দিনে একজনের মৃত্যু, চিকিৎসাধীন ৬৬ জন

নিজস্ব প্রতিবেদক


মে ২৫, ২০২০
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : মে ২৫, ২০২০
১০:৫৪ অপরাহ্ন



শামসুদ্দিনে একজনের মৃত্যু, চিকিৎসাধীন ৬৬ জন

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ মে) সকালে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তির বাসা নগরের দরগা মহল্লায়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের স্টাফ নার্স শিবানী জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৩। গতকাল রবিবার সকালে জ্বর, কাশি ও নানা রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মারা যাওয়ার পর করোনাভাইরাসের পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, হাসপাতালে বর্তমানে ৬৬ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত। বাকিরা কোডিভ-১৯ এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

এনসি/এনপি-০৪