করোনামুক্ত দেশ গড়ার প্রত্যাশা ড. মোমেনের

সিলেট মিরর ডেস্ক


মে ২৫, ২০২০
১১:২৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২০
০৩:২১ অপরাহ্ন



করোনামুক্ত দেশ গড়ার প্রত্যাশা ড. মোমেনের

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করোনাভাইরাস মুক্ত দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বাণীতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে এবারের ঈদ উদযাপিত হচ্ছে ভিন্ন আঙ্গিকে। এ ধরনের ঈদ উদযাপন করব তা কখনও চিন্তাও করিনি। ঈদে একে অন্যের সঙ্গে আলিঙ্গন করা, সাক্ষাৎ করা- এটাই আমরা সারা জীবন দেখে এসেছি। কিন্তু এবার করোনার ঝুঁকি এড়াতে ঈদের নামাজে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হচ্ছে।’  

ড. মোমেন করোনার ভয়াবহতা থেকে মুক্ত, আপদমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহর কাছে সবাইকে দেওয়া করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে লক্ষ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। বিভিন্ন প্রকার অনুদান চালু করেছেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এর সুফল ভোগ করতে শুরু করছেন।’ 

প্রনোদনা প্যাকেজ পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশে উন্নয়নের গতিধারা বহাল থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, ‘লকডাউনের কারণে শ্রমজীবী, দিনমজুর, কর্মহীন মানুষের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে প্রায় দেড় কোটি লোকের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়াও দরিদ্র মানুষের সহায়তায় সরকার যা যা প্রয়োজন সব করছে এবং করবে।’ 

এবারের রিলিফ বিতরণ কার্যক্রম অন্যান্য সময়ের তুলনায় সুষ্ঠু ও সুন্দর হচ্ছে বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী এ কার্যক্রমের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারী,পুলিশ, দলীয় নেতাকর্মীসহ সবাইকে ধন্যবাদ জানান।

এনপি-০৬