সিলেটে করোনা আক্রান্ত ৬৫৬, সুস্থ ১৭৮

নিজস্ব প্রতিবেদক


মে ২৫, ২০২০
১১:৩১ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২০
১১:৩১ পূর্বাহ্ন



সিলেটে করোনা আক্রান্ত ৬৫৬, সুস্থ ১৭৮

সিলেট বিভাগে সাড়ে ৬শ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৬৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১০ জন, সুনামগঞ্জে ৯৮ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজারে ৮৯ জন। 

সিলেট বিভাগে আজ সোমবার সকাল পর্যন্ত ১৭৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৭৪ জন ও মৌলভীবাজারে ১৫ জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে দুইজন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৯২ জন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া নতুন করে ১৫২ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এনসি/এনপি-০৭