নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২০
০৭:৩২ পূর্বাহ্ন
আপডেট : মে ২৬, ২০২০
০৭:৩২ পূর্বাহ্ন
মৌলভীবাজারে আজ সোমবার (২৫মে) চিকিৎসকসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলবীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, আজ নতুন করে আরও ৯ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের রিপোর্ট ঢাকার ল্যাব থেকে জানানো হয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৮ জনকে পরিচয় সনাক্ত করা হয়েছে । তাদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, শ্রীমঙ্গলে ২ জন, কুলাউড়ায় ১ জন রয়েছেন। অপর জনের পরিচয় এখনো শনাক্ত করা যায় নি।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে চিকিৎসক আছেন এবং স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্য আছেন।
এনএইচ/বিএ-০৮