মহানগর পুলিশ সদস্যের মৃত্যু, নমুনা সংগ্রহ

সিলেট মিরর ডেস্ক


মে ২৫, ২০২০
০৭:৩৩ অপরাহ্ন


আপডেট : মে ২৫, ২০২০
০৭:৪৬ অপরাহ্ন



মহানগর পুলিশ সদস্যের মৃত্যু, নমুনা সংগ্রহ

সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখায় কর্মরত উপ পরিদর্শক (এসআই) মো. আলমগীর কবির (৫৭) মারা গেছেন। আজ সোমবার (২৫ মে) বিকেল ৩টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা।

তিনি বলেন, আলমগীর কবিরের আজ বিকেল সাড়ে ৩টায় উচ্চ রক্তচাপ বেড়ে যায়। এসময় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতাল থেকে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

তার নামাজে জানাযা সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সিলেট মহানগর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসসরাইয়ের উদ্দেশ্যে পাঠানোর কথা রয়েছে। 

উপ পরিদর্শক আলমগীর কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশানার গোলাম কিবরিয়া। এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

 

আরসি-০১/