কানাইঘাট প্রতিনিধি
মে ২৫, ২০২০
১০:১৬ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২০
১০:১৭ অপরাহ্ন
কানাইঘাটে একদিনে সর্বোচ্চ নতুন করে আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ২০ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২৫) রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ জানান, করোনায় পজেটিভ রিপোর্ট আসা ৮ জন হলেন উপজেলা পরিষদের সিএ পৌরসভার রায়গড় গ্রামের ৪ জন, সদর ইউনিয়নের নিজ চাউরা দক্ষিণ গ্রামের ১ জন, ছোটদেশ গ্রামের ১ জন, গাছবাড়ীর ১ জন ও খালপার গ্রামের ১ জন।
তাদের প্রত্যেকের নমুনা পূর্বে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেওয়া হয়। তাদের কারোরই করোনার উপসর্গ নেই বলেও জানান ডা. শেখ শরফুদ্দিন নাহিদ।
এমআর/বিএ-০১