নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২০
১০:৩৮ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২০
১১:৪৬ অপরাহ্ন
ঈদের দিনে সিলেট বিভাগের চার জেলায় ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৫ মে) বিভাগের চার জেলার সংশ্লিষ্টরা এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১৯ জন সিলেটেরই। বাকি তিন জেলার কোথাও আক্রান্তের সংখ্যা দুই অঙ্ক স্পর্শ করেনি। সিলেট ও সুনামগঞ্জের সন্দেহভাজনদের নমুনা সিলেটে পরীক্ষা করা হলেও বাকি দুই জেলার নমুনা ঢাকায় পরীক্ষা করা হয়েছে।
সিলেট : সিলেট জেলায় ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সোমবার রাতে হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালের ল্যাবে সোমবার ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। তিনি আরও জানান, সিলেট জেলার কানাইঘাট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও ওসমানীনগর উপজেলার বাসিন্দা রয়েছেন সবচেয়ে বেশি।
হবিগঞ্জ: হবিগঞ্জে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার বিকেলে ঢাকায় ল্যাবে নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা শনাক্তের তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ৩ জন, বানিয়াচংয়ের ১ জন ও নবীগঞ্জের ১ জন। এ নিয়ে জেলায় মোট ১৬৪ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৭৪ জন, মারা গেছেন ১ জন।
সুনামগঞ্জ: সোমবার সুনামগঞ্জে আরও ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সোমবার (২৫ মে) রাত পৌনে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট মিররকে তিনি জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়েছে।
এদিকে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জ পুলিশ লাইনসের নতুন করে আরও তিনজন পুলিশ সদস্য ও সার্কেল পুলিশের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ছাতক উপজেলার চারজন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত তিন পুলিশ সদস্য পুলিশ লাইনস হাসপাতালে আইসোলেশনে নেওয়া হবে এবং অন্যদেরও আইসোলেশনে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
মৌলভীবাজার: মৌলভীবাজারে সোমবার (২৫মে) চিকিৎসকসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলবীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, আজ বিকেলে তাদের রিপোর্ট ঢাকার ল্যাব থেকে জানানো হয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে । তাদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, শ্রীমঙ্গলে ২ জন, কুলাউড়ায় ১ জন রয়েছেন। অপর জনের পরিচয় এখনো শনাক্ত করা যায় নি।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্য আছেন।
আরসি/বিএ-০২