ওসমানীনগর প্রতিনিধি
মে ২৫, ২০২০
১১:০৯ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২০
১১:০৯ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে নতুন করে আরও দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তরা হলেন, উপজেলার এসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) ও উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দে করোনায় মারা যাওয়া রিকশা চালকের এক আত্মিয়া (৩৫)। এই মহিলা উপজেলার দুলিয়ারবন্দ এলাকায় নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের মিস্ত্রীদের রান্নার কাজ করেন।
ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বলেন, গত ২৩ মে এসিল্যান্ড ও ওই মহিলা নমুনা প্রদান করেন। সোমবার (২৫ মে) রাত সোয়া ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে তাদের করোনা পজেটিভ বলে জানানো হয়।
নতুন এই দুইজনসহ ওসমানীনগরে মোট করোনায় আক্রান্ত হলেন ১১ জন। এরমধ্যে ১ জন মারা গেছেন।
ওসমানীনগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৩০ এপ্রিল। দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া (নোয়াগাঁও) গ্রামের ৫৫ বছরের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ৫ মে ওসমানীনগরে ২য় করোনা রোগী শনাক্ত হন ঢাকা ফেরত ২৪ বছর বয়সী তরুণ গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। ১৫ মে উপজেলার তাজপুরে ৩য় করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয় পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর ওসমানীনগর খাশিকাপন জোনাল অফিসের এক লাইন টেকনিশিয়ানকে। তিনি তাজপুর বাজারের হাজী মশ্রব আলী কমপ্লেক্সে স্বপরিবারে পঞ্চম তলায় বসবাস করে আসছেন। ২০ মে ১১ বছরের এক শিশু ও করোনা উপসর্গ নিয়ে ১৬ মে মারা যাওয়া তাজপুর দুলিয়ারবন্দ এলাকার রিকশাচালক হবিব মিয়ার (৫০) করোনা শনাক্ত হয়। ১১ বছরের শিশুটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর করোনায় আক্রান্ত লাইন টেকনিশিয়ানের ছেলে। ওই দিনই পৃথক ভাবে উপজেলার সাদিপুর ইউপির ইব্রাহিমপুর গ্রামের এক ব্যক্তির (৫৫) করোনা পজেটিভ আসে। ২১ মে রাতে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর ওসমানীনগর খাশিকাপন জোনাল অফিসে আরও এক লাইন টেকনিশিয়ান (২২) করোনা পজেটিভ শনাক্ত হন। ২২ মে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের এক ইন্সপেক্টর (৪০) ও ইউএনও অফিসের একজন পরিচ্ছন্নতা কর্মীর (২৬) করোনা পজেটিভ আসে।
ইউডি/বিএ-০৪