গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ২৬, ২০২০
০৯:০৪ পূর্বাহ্ন
আপডেট : মে ২৬, ২০২০
০৯:০৪ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নতুন আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত যুবক (২৫) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন আগে এই যুবকের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল সোমবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হবে এবং আক্রান্তের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করা হবে।
এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এর মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন ও একজন মারা গেছেন।
এফএমএ/এনপি-০২