নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২০
০৪:৩৯ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২০
০৪:৩৯ অপরাহ্ন
সিলেটে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে এসময় তার সাথে থাকা প্রাইভেটকার চালক গাড়িসহ পালিয়ে গেছে। আটককৃত আয়াজ আলী (৫২) সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর পূর্বভাগ (ফকিরটুল) গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের পারাইরচক পয়েন্টে অবস্থান নেয় মোগলাবাজার থানা পুলিশ। ওই সময় একটি প্রাইভেটকার সিলেট শহরের দিকে আসছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটু দূরে গাঁজার বস্তাসহ প্রাইভেটকার থেকে নেমে পালানোর চেষ্টা করেন আয়াজ আলী। এসময় পুলিশের তৎপরতায় তিন কেজি গাঁজাসহ আটক হন তিনি। তবে প্রাইভেটকারচালক বেপরোয়া গতিতে সিলেট শহরের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আটক আয়াজ আলীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, পালিয়ে যাওয়া চালক ফেঞ্চুগঞ্জের সালেহ আহমদ।
পুলিশ আরও জানায়, আয়াজ আলীর বিরুদ্ধে মোগলাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক গাড়িচালক সালেহ আহমদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এনএইচ/বিএ-১১