ওসমানীনগর প্রতিনিধি
মে ২৭, ২০২০
০৬:২৩ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২০
০৬:২৩ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে প্রথম করোনাজয়ী পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান আইয়ুব আলী (৪০)। করোনা জয় করে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে তিনি উপজেলার তাজপুর মশ্রব আলী কমপ্লেক্সে তার ভাড়া বাসায় ফিরেছেন।
ঈদুল ফিতরের আগের দিন গত রবিবার (২৪ মে) আইয়ুব আলীর শারীরিক অবস্থা ভালো হওয়ায় ছাড়পত্র দিয়ে ছেড়ে দেয় শহীদ শামসুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। ছাড়পত্র দেওয়ার আগের দিন ২৩ মে হাসপাতালে ভর্তি থাকাকালে পুনরায় তার নমুনা সংগ্রহ করে সিলেট এমে এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৬ মে) আইয়ুব আলীর রিপোর্ট নেগেটিভ আসে।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুস্থ হওয়ায় আইয়ুব আলীকে ছাড়পত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ওসমানী হাসপাতাল থেকে আইয়ুব আলীর নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে।
উল্লেখ্য, গত ১৫ মে পল্লী বিদ্যুৎ সিলেট-১ এর খাশিকাপন জোনাল অফিসে কর্মরত লাইন টেকনিশিয়ান আইয়ুব আলীর করোনা পজেটিভ আসে। এরপর ১৮ মে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।
পরে গত ২০ মে আইয়ুব আলীর ১১ বছর বয়সী ছেলে করোনায় আক্রান্ত হয়। ওসমানীনগরে এ পর্যন্ত মোট ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন।
ইউডি/আরআর-০৪