ক্রীড়া প্রতিবেদক
মে ২৬, ২০২০
০৬:৫৩ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২০
০৬:৫৮ অপরাহ্ন
সিলেট কৃতি ক্রিকেটার ও আম্পায়ার জালাল উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় পার্কভিউ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে জানান ক্রিকেট আম্পায়ারস্ এন্ড স্কোরারস্ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আরমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ রাত ১১টার পর নগরীর শেখঘাট মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান সিলেট জেলা ক্রিকেট দলের কোচ রানা মিয়া।
মরহুম জালাল উদ্দিন দীর্ঘ তিন দশক আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালে তিনি আম্পায়ার কোর্স সম্পন্ন করেন। তাঁর সময়ে সিলেটে অনুষ্ঠিত বিদেশি ক্লাবগুলোর প্রতিটি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একজন দক্ষ আম্পায়ার হিসেবে তিনি স্থানীয় ক্রিকেট লিগের বেশকিছু বিগ ম্যাচ পরিচালনা করেন।
এক সময় অলরউন্ডার হিসেবে জালাল উদ্দিন স্থানীয় ক্রিকেট লিগে মাঠ মাতান। খেলেন শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব, এ্যাপো ১১ ও মুনলাইট স্পোটিং ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাবে।
এদিকে, আম্পায়ার জালাল উদ্দনের মৃত্যুতে সিলেট ক্রিকেট আম্পায়ারস্ এন্ড স্কোরারস্ এসোসিয়েশনের সভাপতি বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক এইচ ইউ দিপু গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এএন/০৬