শামসুদ্দিনে করোনা আক্রান্ত একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


মে ২৬, ২০২০
০৭:৪২ অপরাহ্ন


আপডেট : মে ২৬, ২০২০
০৭:৪৩ অপরাহ্ন



শামসুদ্দিনে করোনা আক্রান্ত একজনের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলায়। আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭ টায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। 

তিনি জানান, আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি গত ১৬ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মরদেহ এখনও হাসপাতালে আছে, পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এনএইচ/বিএ-১৫