অসহায়দের ঈদ উপহার দিলো ‘ক্লিন সিটি সিলেট’

নিজস্ব প্রতিবেদক


মে ২৬, ২০২০
০৮:১২ অপরাহ্ন


আপডেট : মে ২৬, ২০২০
০৮:১৫ অপরাহ্ন



অসহায়দের ঈদ উপহার দিলো ‘ক্লিন সিটি সিলেট’

নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে সারাদেশের মতো সিলেটেও যাত্রা শুরু করেছিল ‘ক্লিন সিটি’। মানুষকে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করানোই যাদের লক্ষ্য, তারা এবার নিয়েছিলেন ভিন্ন উদ্যোগ। করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষরা অসহায় পড়েছিলেন। বন্ধ হয়ে গিয়েছিল আয়ের উৎস। 

অসহায়দের কথা চিন্তা করে সংগঠনটির সিলেট শাখার উদ্যোগে গঠন করা হয়েছিল একটি তহবিল। সেই তহবিলের মাধ্যমে ঈদের আগেরদিন অসহায় ৩০টি পরিবারের মাঝে পৌঁছে দিয়েছেন ঈদের খাদ্যসামগ্রী। 

Eid Gift for helpless People নামে সেই তহবিলের মাধ্যমে পিয়াজ ,আলু, আটা, তেল, চিনি, মসুরের ডাল ও বল সাবান উপহার হিসেবে দেন পরিবারগুলোকে। চেষ্টা ছিল কয়েকটি অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফুটানো, ঈদের আনন্দকে রঙিন করে তোলা। 

এই বিষয়ে ক্লিন সিটি সিলেটের পক্ষ থেকে বলা হয়, আমাদের কাছে অনেকের প্রত্যাশার মাত্রা আরও বেশি ছিল। তবে আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। সঙ্কটময় এই পরিস্থিতিতে আমরা চেয়েছি মানুষের পাশে দাঁড়াতে। এতে করে মানুষের মুখে যে খুশির ঝিলিক দেখেছি, তা ব্যাখ্যা নয়, অনুভবের বিষয়। যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। যে শহরকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছিলাম, সেই শহরের মানুষের মুখে হাসি ফোটানোর নতুন এক কাজ। এর মাঝে যে আনন্দ তা দারুণ উপলব্ধিকর।  

এই উদ্যোগে ছিলেন ক্লিন সিটি সিলেটের ম্যানেজমেন্ট কমিটি প্রধান নাজিব আহমদ, ম্যানেজমেন্ট কমিটি সহকারী প্রধান মো. রুমন, সহকারী অর্থ সম্পাদক-২ ইমরান আহমদ, আইটি সেক্টর শাহিদুজ্জামান সুজন, প্রচার সম্পাদক রুহুল আমিন রুহেল, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম সুহাত, উমর ফাহিম, শাহজাহান, পাবেল আহমদ, মুন্তাসির ওমর, জিলাল চৌধুরী, রাসেল আহমদ, রাহাত, মো রাসেল আহমদ, তারেক, ইমন আহমদ, আলামিন ইসলাম, ইশমাম সামী, দেবজ্যোতি শম্মা, শিপলু, মাহমুদুল হাসান, সুয়েব নেওয়াজ, মিনহাজ আহমদ প্রমুখ।

 

আরসি-০১/