সিলেটে ১৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ২৬, ২০২০
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : মে ২৬, ২০২০
০৯:১৪ অপরাহ্ন



সিলেটে ১৮ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

মঙ্গলবার রাত ১১ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ মঙ্গলবার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার জৈন্তাপুর, জকিগঞ্জ, বালাগঞ্জ ও সদর উপজেলার বাসিন্দা। 

তিনি জানান, শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে কয়েকজনের আগেই করোনা শনাক্ত হয়েছিল। তারা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এনসি/বিএ-১৬