নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২০
০৯:৩৬ অপরাহ্ন
আপডেট : মে ২৬, ২০২০
১১:৪১ অপরাহ্ন
সিলেট নগরে দুর্বৃত্তের হাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম আমির হোসেন (২৫)। নিহত আমির সদর উপজেলার কান্দিগাঁও ইনাতাবাদ গ্রামের সুলতান মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার (২৬ মে) নগরের সুবিদ বাজারে এ ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ওসি তদন্ত সৌমেন মৈত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের নাম আমির হোসেন। নিহতের বয়স আনুমানিক ২৫। সুবিদবাজারের স্বর্নালী মার্কেটের সামনে আজ রাত নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে এই ঘটনা ঘটে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আমির বাইসাইকেল যোগে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক তাকে পথরোধ করে তার বাম পায়ের উরুতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সুলতান মিয়া ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, আমার তিনটা মেয়ে। তাদের মধ্যে একজন প্রতিবন্ধী ও একজন বোবা। আর ছিল একটা মাত্র ছেলে। তাকে যারা হত্যা করেছে আর কেউ না দেখলেও আল্লাহ দেখেছেন। তিনি যেন আমার ছেলের হত্যাকারিদের ধরিয়ে দেন। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
এনএইচ/আরসি/বিএ-১৭