জকিগঞ্জ প্রতিনিধি
মে ২৭, ২০২০
০৮:৩১ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২০
০৮:৩১ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জকিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে একজন জকিগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যান। বাকি দুইজন সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক জকিগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য।
গতকাল বুধবার (২৬ মে) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিশ্চিত করে জানানো হয়, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় জকিগঞ্জ পল্লী বিদ্যুতের এক লাইনম্যান (৩০), সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার আনসার সদস্য (৩০) ও কৃষি ব্যাংক জকিগঞ্জ শাখার আনসার সদস্য (২৪) নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের বাড়ি লকডাউন করবে পুলিশ।
এখন পর্যন্ত জকিগঞ্জে মোট ১৭ জন শনাক্ত হলেও ৭ জন সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের এই সূত্র নিশ্চিত করেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের এ প্রসঙ্গে বলেন, ‘পল্লী বিদ্যুতের যিনি শনাক্ত হয়েছেন তার বাসা লকডাউন করা হয়েছে। ব্যাংকে কর্মরত যে দুই আনসার সদস্য শনাক্ত হয়েছেন তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।
ওএফ/এনপি-০১