নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২০
১০:৩৫ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২০
১০:৩৫ পূর্বাহ্ন
সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৭শ ছাড়িয়েছে। আজ বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৭১৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৫জন।
সবশেষ গতকাল মঙ্গলবার (২৬ মে) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ তার নিজ বাসায় মারা যান। সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে জুড়ীর এক যুবক করোনা আক্রান্ত হয়ে মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সিলেট বিভাগে ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সবাই সিলেট জেলার। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৩৪৬ জনকে। এছাড়া সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজারে ৯৭ জনকে শনাক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ১৯১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৪১ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৭৫ জন ও মৌলভীবাজারে ১৬ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে তিনজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, গতকাল সিলেট বিভাগের ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দুইজন।
এনএইচ/এনপি-০৬