নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২০
১০:৫০ পূর্বাহ্ন
আপডেট : মে ২৭, ২০২০
১০:৫৬ পূর্বাহ্ন
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমান ভারতীয় বিড়ি ও একটি HIACE গাড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন মুক্তিরচক জামে মসজিদের সামন থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
একটি HIACE (ঢাকা মেট্রো ছ ১৫-১২৭১) গাড়িতে ১ লাখ ৩৩ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই উত্তম রায় ও এএসআই সঞ্জয় চন্দ্র দে এর নেতৃত্বাধীন টহল দল মাদকগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত গাড়ি ও মাদকের আনুমানিকি মূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।
এ ঘটনায় এসআই উত্তম রায় চৌধুরী বাদী হয়ে শাহপরাণ থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এনপি-০৭