সিলেটে চিকিৎসক, সাংবাদিকসহ ৪২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ২৭, ২০২০
০৮:১৯ অপরাহ্ন


আপডেট : মে ২৭, ২০২০
০৮:৪৫ অপরাহ্ন



সিলেটে চিকিৎসক, সাংবাদিকসহ ৪২ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় চিকিৎসক, সাংবাদিক পুলিশসহ ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 

আজ বুধবার  (২৭ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের ল্যাবে আজ বুধবার ১৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। 

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, জৈন্তাপুরে ৬ জন, জকিগঞ্জে ৪ জন, কানাইঘাটে ২ জন, ওসমানীনগরে ২ জন এবং ফেঞ্চুগঞ্জে ১ জন। এদের মধ্যে ১ জন সাংবাদিক, ৩ জন পুলিশ সদস্য ও ২ জন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।

এনসি/বিএ-০৬