গোলাপগঞ্জে আরও ৩ জন করোনা আক্রান্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ২৭, ২০২০
০৯:২৯ অপরাহ্ন


আপডেট : মে ২৭, ২০২০
০৯:২৯ অপরাহ্ন



গোলাপগঞ্জে আরও ৩ জন করোনা আক্রান্ত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীসহ আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। 

বুধবার (২৭ মে) রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, করোনা শনাক্ত হওয়া এই তিন জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্সে আসা সবার নমুনা সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী (৩০) ও তাঁর মা (৫০) রয়েছেন। তাঁরা পৌরসভার বাসিন্দা। আক্রান্ত অন্যজন বৃদ্ধ (৬৫) বুধবারি ইউনিয়নের বাসিন্দা। তারা কিভাবে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। 

এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন এবং এর মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন ও ১ জন মারা গেছেন।

এফএম/বিএ-০৮