গোয়াইনঘাট প্রতিনিধি
মে ২৭, ২০২০
০৯:৫৫ অপরাহ্ন
আপডেট : মে ২৭, ২০২০
১০:০০ অপরাহ্ন
গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট বন্যায় সিলেটের জাফলংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার (২৭ মে) দুপুর পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে জাফলংয়ের বিভিন্ন এলাকায়। রাস্তাঘাটে উঠেগেছে পানি। মানুষজন চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং আসামপাড়া এলাকায় বানের পানি বৃদ্ধি পেয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধের উপর দিয়ে পানি বয়ে গেছে। বেড়িবাঁধ উপচে ও ভেঙে যেকোনো সময় মানুষের ঘরে পানি প্রবেশ করতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। বেড়িবাঁধের উপর পর্যন্ত পানি ছুঁই ছুঁই করছে। তবে, ওই বেড়িবাঁধটি আরেকটু বৃদ্ধি করার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
অন্যদিকে, মঙ্গলবার রাতে আসামপাড়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। গ্রামের স্কুল, মসজিদ ও সামাজিক কবরস্থানে পানি প্রবেশ করে।
আসামপাড়া এলাকার প্রবীণ মুরুব্বি উসমান মিয়া জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের এলাকার বেড়িবাঁধের উপর দিয়ে গ্রামে পানি প্রবেশ করছে। স্কুল, মসজিদ ও গোরস্থানেও পানি প্রবেশ করছে। তাই আমাদের এলাকার সাধারণ মানুষ বেড়িবাঁধ নিয়ে আতঙ্কের মধ্যে আছি। যেকোন সময় বেড়িবাঁধ ভেঙে মানুষের ঘরে ঘরে পানি প্রবেশ করতে পারে। তাই সংশ্লিষ্টদের কাছে বিনীত অনুরোধ আমাদের এলাকায় যাতে বানের পানি প্রবেশ না করতে পারে সেজন্য ওই বেড়িবাঁধটি আরেকটু বড় করার দাবি জানাচ্ছি।
এদিকে, আজ বুধবার দুপুরে জাফলংয়ের বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষজনের খোঁজখবর নেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম।
এসময় তার সঙ্গে ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির, তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জাফলং নিউজ টুয়েন্টি ফোর ডটকম এবং জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ও প্রকাশক মো. ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুবলীগ নেতা রফিক সরকার, ইউনিয়ন স্বেচ্ছেসেবক লীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম খোকন প্রমুখ।
এমআর/বিএ-১২