বালাগঞ্জে বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ

বালাগঞ্জ প্রতিনিধি


মে ২৮, ২০২০
০৮:৩২ পূর্বাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
০৮:৩৩ পূর্বাহ্ন



বালাগঞ্জে বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ

সিলেটের বালাগঞ্জের গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল নেওয়া অব্যাহত রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি। ইতোমধ্যে বিল প্রদানের জন্য গ্রাহকদেরকে তাগিদ দেওয়া হয়েছে। বিল প্রদান না করলে দেওয়া হচ্ছে সংযোগ বিচ্ছিন্নের হুমকি। এতে বিপাকে পড়েছেন গ্রাহকরা। উপজেলায় বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অস্থায়ী বুথও স্থাপন করা হয়েছে। 

এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বালাগঞ্জ এলাকার পরিচালক মো. মেন্দি মিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে বিদ্যুৎ বিল প্রদানের জন্য ২৬ মে তার ফেইসবুক একাউন্ট থেকে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে বলা হয়েছে, মাদরাসা বাজার অভিযোগ কেন্দ্রে শনিবার-সোমবার, আজিজপুর বাজারে বুধবার, বোয়ালজুড় বাজারে রবিবার, কালিগঞ্জ বাজারে সোমবার, জালালপুর বাজারে মঙ্গলবার, খেয়াঘাট বাজারে বুধবার, ওসমানীগঞ্জ বাজারে বৃহস্পতিবার ও সিরাজবেগ বাজারে মঙ্গলবার গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিলের টাকা সংগ্রহ করা হবে। ২৭ মে থেকে এই কার্যক্রম শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। এছাড়া প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বালাগঞ্জ সাব-জোনাল অফিসের ক্যাশ কাউন্টারে বিদ্যুৎ বিল গ্রহণ করা হবে। 

তবে, গ্রাহকদের জন্য আশার বাণী হলো ২৬ মার্চ হতে ৩০ মে পর্যন্ত যেসব বিল প্রদানের তারিখ উল্লেখ রয়েছে সেই বিলগুলো ৩১ মে’র মধ্যে বিলম্ব মাশুল ছাড়াই পরিশোধ করা যাবে। 

এদিকে, এলাকা পরিচালকের ওই পোস্টে সংযোগ বিচ্ছিন্নের কথা উল্লেখ না থাকলেও বিলের কাগজ প্রদানের সময় মিটার রিডাররা কড়াভাবে হুঁশিয়ারি দিয়ে বলছেন যথা সময়ে বিল প্রদান না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এতে লকডাউনে ঘরবন্দি থাকা গ্রাহকরা বিপাকে পড়েছেন। নিম্ন মধ্যবিত্ত, হতদরিদ্র ও কর্মহীন একাধিক গ্রাহক বলেন, এমন পরিস্থিতিতে সংযোগ বিচ্ছিন্ন করা হলে কিছুই করার থাকবে না। বিল মওকুফের বিষয়ে তারা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। 

এসএ-০১/এনপি-০১