সিলেটে করোনা আক্রান্ত ৭৫৯ জন, সুস্থ ১৯০

নিজস্ব প্রতিবেদক


মে ২৮, ২০২০
০৮:৫৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
১২:৪২ অপরাহ্ন



সিলেটে করোনা আক্রান্ত ৭৫৯ জন, সুস্থ ১৯০

সিলেট বিভাগে সাড়ে ৭শ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৭৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৫ জন, সুনামগঞ্জে ১১৩ জন, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজারে ৯৭ জন। 

সিলেট বিভাগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৯০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৭৫ জন ও মৌলভীবাজারে ১৬ জন। 

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৯৯ জন করোনা আক্রান্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া নতুন করে ১৯৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এনসি-০১/এনপি-০৩