বালাগঞ্জে আব্দুল মনাফ বুরু মেম্বারের ইন্তেকাল

বালাগঞ্জ প্রতিনিধি


মে ২৮, ২০২০
০৯:০৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
০৯:১০ পূর্বাহ্ন



বালাগঞ্জে আব্দুল মনাফ বুরু মেম্বারের ইন্তেকাল

বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মনাফ তালুকদার বুরু (৫০) মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বুধবার (২৭ মে) তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও এক সন্তানসহ অংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

জানা যায়, গতকাল বুধবার দুপুর পৌনে বারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব পশ্চিম মুসলিমাবাদ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। 

এদিকে, ইউপি সদস্য আব্দুল মনাফ তালুকদার বুরুর অকাল মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাসসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এসএ-০২/এনপি-০৪