শ্বাসকষ্ট নিয়ে শামসুদ্দিনে আজাদুর রহমান আজাদ

নিজস্ব প্রতিবেদক


মে ২৮, ২০২০
১২:২০ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
১২:২৬ অপরাহ্ন



শ্বাসকষ্ট নিয়ে শামসুদ্দিনে আজাদুর রহমান আজাদ

শ্বাসকষ্ট নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক জন্মেজয় দত্ত। তবে, এই মুহূর্তে আজাদুর রহমান আজাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি। 

এর আগে গত ২৪ মে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাসাতেই আইসোলেশনে ছিলেন। আজ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুর দেড়টায় তাকে শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। 

এনএইচ-০১/এনপি-১১