টুকেরবাজারে রাস্তা নিয়ে সংঘর্ষ, আটক ৮

নিজস্ব প্রতিবেদক


মে ২৮, ২০২০
০১:৪৫ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
০১:৪৭ অপরাহ্ন



টুকেরবাজারে রাস্তা নিয়ে সংঘর্ষ, আটক ৮

সিলেট শহরতলীর টুকেরবাজারে রাস্তা নিয়ে মাছ ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে টুকেরবাজার মাছের আড়ৎ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাস্তা নিয়ে মাছের আড়তের ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় সিরাজুল হক ও আকমল হোসেনের লোকদের বিরোধ ছিল দীর্ঘদিনের। গতকাল বুধবার রাতে পাকা পিলার দিয়ে রাস্তা বন্ধ করে দেয় স্থানীয়রা।  কিন্তু আজ বৃহস্পতিবার সকালে বাজারে মাছ নিয়ে দুটি ট্রাক এলে ব্যবসায়ী ও শ্রমিকরা পিলার তুলে ট্রাক ঢুকাতে চান। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এসময় ৪ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন সিলেট মিররকে বলেন, ‘এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশ বাদী হয়ে ২৩ জনের নামসহ ৪৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে।’

এনসি-০২/এনপি-১৬