করোনা উপসর্গ নিয়ে শামসুদ্দিনে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


মে ২৮, ২০২০
০২:২০ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
০২:২৮ অপরাহ্ন



করোনা উপসর্গ নিয়ে শামসুদ্দিনে এক বৃদ্ধের মৃত্যু

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গতকাল বুধবার (২৭ মে) রাতে এক ব্যাক্তির (৬৫) মৃত্যু হয় । মৃতের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তবে তিনি নগরের শিবগঞ্জ এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি আজ বৃহস্পতিবার (২৮ মে) নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে শামসুদ্দিন হাসপাতালে ওই ব্যাক্তি ভর্তি হয়েছিলেন। গতকাল বুধবার রাত ৩টার দিকে তিনি মারা যান। তার বয়স ৬৫ বছর।

তিনি আরও জানান, ওই ব্যক্তির লাশ আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করে স্বাস্থ্যবিধি মোতাবেক তার দাফন-কাফন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএইচ/বিএ-০১