মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর
মে ২৮, ২০২০
০৫:২৬ অপরাহ্ন
আপডেট : মে ২৮, ২০২০
০৫:২৬ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে দিন দিন করোনাভাইরাস আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। এ পর্যন্ত ৩ জন সাধারণ নাগরিক আক্রান্ত হলেও কর্মকর্তা-কর্মচারী আক্রান্তের সংখ্যা ৯ জন। নতুন করে উপজেলায় ৫ জন সরকারি চাকরিজীবীসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ মে) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ইউপি সচিব আবুল হোসেনের পরিবারের তিন সদস্যসহ মোট ৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরসমূহে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উপজেলায় অবস্থানকারী সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদেরসহ নতুন করে ৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪১ জনের। তাদের মধ্যে ১ নারীসহ আক্রান্ত ১৩ জন, ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ১ জন, রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে ৬৮ জনের আর রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ৬০ জন।
গত দুইদিনে নতুন করে উপজেলায় যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন- জৈন্তাপুর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত দেব নাথ, অফিস সহকারী মো. আবু ইউছুফ, পিপিএম কাইয়ুম আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেল ভূইয়া, প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শীশাকর ঘোষ, উপজেলা নির্বাহী অফিসের কম্পিউটার প্রোগ্রামার মো. ওয়াহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সের নৈশপ্রহরী সেলিম আহমদ এবং জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের আসাদ উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল হক সরকার সিলেট মিররকে জানান, উপসর্গ ছাড়াই উপজেলায় করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। যার কারণে আমরা স্বেচ্ছায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হচ্ছে। এছাড়া উপজেলার মধ্যে যাকেই সন্দেহ হচ্ছে, তার নমুনা সংগ্রহ করা হচ্ছে।
আরকে/আরআর-০২