গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ২৯, ২০২০
০৯:৫২ পূর্বাহ্ন
আপডেট : মে ২৯, ২০২০
১০:১০ পূর্বাহ্ন
করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি গ্রামের করোনা আক্রান্ত প্রথম রোগী আব্দুল করিম (৬৫)। আজ বৃহস্পতিবার (২৮ মে) সিলেট শামসুদ্দিন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেন তিনি।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীন। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আব্দুল করিমকে শামসুদ্দিন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ তিনি বাড়ি ফিরেছেন। সিলেটের ল্যাবে করোনা পরীক্ষার পর ফল নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।’
এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ জন। মারা গেছেন একজন।
এফএম/এনপি-০১