কানাইঘাট প্রতিনিধি
মে ২৯, ২০২০
১০:১৯ পূর্বাহ্ন
আপডেট : মে ২৯, ২০২০
১০:৩২ পূর্বাহ্ন
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. শেখ শরফ উদ্দিন নাহিদ ও তার স্ত্রী আয়শা আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডা. শেখ শরফ উদ্দিন নাহিদকে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়।
জানা যায়, কিছুদিন আগে শেখ শরফ উদ্দিন নাহিদ, স্ত্রী আয়শা আক্তার, দুই ছেলে ও এক মেয়ের নমুনা সংগ্রহ করা হয়। ফলাফলে স্বামী-স্ত্রীর করোনার রিপোর্ট পজেটিভ আসে। এই চিকিৎসক দম্পতি বর্তমানে সরকারি কোয়ার্টারে কোয়ারেন্টিনে আছেন।
স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরফ উদ্দিন নাহিদ ৩ দিন ধরে জ্বর,সর্দি, কাশিতে ভুগছিলেন। তার স্ত্রী আয়শা আক্তারের গলাসহ শরীরে ব্যথা রয়েছে। এছাড়া তাদের শারীরিক অবস্থা ভালোই রয়েছে।
এমআর/এনপি-০২