গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ দিলেন আ. লীগ নেতা

গোয়াইনঘাট প্রতিনিধি


মে ২৮, ২০২০
১০:৩০ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২০
১০:৩০ অপরাহ্ন



গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ দিলেন আ. লীগ নেতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ঠ বন্যায় ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ি পরিদর্শন করে তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার বাউরভাগ, নয়াগাঙ্গের পাড় ও বাংলাবাজার এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে ৩টি পরিবারের মাঝে তিনি নগদ ১২ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জাফলং নিউজ টুয়েন্টি ফোর ডট কম এবং জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ও প্রকাশক মো. ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নজরুল শিকদার, নয়াগাঙের পাড় এলাকার মহর মেম্বার, পূর্ব জাফলং যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিক সরকার, পূর্ব জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম খোকন প্রমুখ।   

এ ব্যাপারে সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম জানান, গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় অনেক পরিবার অসহায় জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়াতে আজ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে তালিকা তৈরি করে তাদের মাঝে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে।

এমএম/এনপি-০৩