শামসুদ্দিনে ভালো নেই কাউন্সিলর আজাদ

নিজস্ব প্রতিবেদক


মে ২৯, ২০২০
০৯:৩৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২০
১২:৩৭ অপরাহ্ন



শামসুদ্দিনে ভালো নেই কাউন্সিলর আজাদ

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) শ্বাসকষ্ট নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু এখনও তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।    

আজ শুক্রবার (২৯ মে) সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে এ তথ্য জানিয়ে বলেন, ‘কাউন্সিলর আজাদের অবস্থা ভালো না। সবসময় তার অক্সিজেন চলছে। একটু বেশিই অক্সিজেন লাগছে।’

তিনি বলেন, ‘কাউন্সিলর আজাদ ঝুঁকিতে আছেন। গতকাল রাতে তার পাতলা পায়খানাও হয়েছে। শ্বাসকষ্ট আছে, তিনি শারীরিকভাবেও দুর্বল।’ 

প্রসঙ্গত, গত ২৪ মে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

এনসি/এনপি-০৮