সিলেটে করোনা আক্রান্ত ৮২৬ জন, মৃত্যু ১৬

নিজস্ব প্রতিবেদক


মে ২৯, ২০২০
১০:০৩ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২০
১০:০৩ পূর্বাহ্ন



সিলেটে করোনা আক্রান্ত ৮২৬ জন, মৃত্যু ১৬

সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। মহামারির শুরুতে গত মার্চে সিলেটে প্রতিদিন গড়ে ৮-১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেও এখন প্রতিদিন গড়ে ৪০ জন রোগী শনাক্ত হচ্ছেন। আজ শুক্রবার (২৯ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৮২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩০ জন, সুনামগঞ্জে ১২৭ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন। 

সিলেট বিভাগে আজ সকাল পর্যন্ত ২০১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৪৪ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ১৬ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৬ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১২ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে ৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সবশেষ গতকাল বৃহস্পতিবার শামসুদ্দিন হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জৈন্তাপুর উপজেলার নিজপাঠ ইউনিয়ন পরিষদের সচিবের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট মিররকে জানান, শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৯১ জন করোনা আক্রান্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া নতুন করে ১০৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এনসি/এনপি-০৯