গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি


মে ২৯, ২০২০
১০:২৮ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২০
১০:২৮ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে পাহাড়ি ঢলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে ঢলের পানিতে তলিয়ে যাওয়া যুবক ওসমান আলীর (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর আজ শুক্রবার (২৯ মে) সকাল ৬টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা ব্রিজ এলাকায় লাশটি ভেসে উঠে। স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন।

গত মঙ্গলবার (২৬ মে) ওই এলাকায় সাঁতরে রাস্তায় ওঠার সময় ঢলের স্রোতে তিনি তলিয়ে যান।

লাশ উদ্ধারকালে ঘটনাস্থলে থাকা রুস্তমপুরের ইউপি চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন শিহাব এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব ও গোয়াইনঘাট থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে ওসমান আলী (২৭) সাঁতার কেটে রাস্তা পারাপারের সময় গত মঙ্গলবার (২৬ মে) পাহাড়ি ঢলের পানির স্রোতে তলিয়ে যান। তাকে উদ্ধারে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা বহু খোঁজাখুঁজি করেও তার লাশ উদ্ধার করতে পারেননি।

এমএম/এনপি-১০